কবিতা আক্তার, শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতীতে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৬৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকালে সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ পলিথিন শপিং ব্যাগ এর বিরুদ্ধে ঝিনাইগাতী বাজারে ফরিদ স্টোরে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম রাসেল। এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানিক একটি দল ঝিনাইগাতী বাজারে ফরিদ স্টোরে অভিযান চালায়। এসময় ওই দোকান থেকে নিষিদ্ধ ৬৯ কেজি পলিথিন জব্দ করা হয়। সেইসাথে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।