সঞ্জয় দাস,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর নটখানা এলাকায় চেতনানাশক (নেশাজাতীয়) কিছু খাইয়ে অটো ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অটোচালকের নাম তোফাজ্জল হোসেন (৩২)। তিনি পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটোচালক তোফাজ্জল হোসেন সকালে যাত্রী তুলতে বের হন। নটখানা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁকে নেশাজাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে অটো ছিনতাইয়ের চেষ্টা করে।
স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Developed by Md Anwar Hossen
©দৈনিক প্রথম সংবাদ ২০২৫