শেরপুর প্রতিনিধি:
‘‘আমার পুলিশ, আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ’’
সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, চুরি-ডাকাতি-ছিনতাই, জুয়া বাল্য-বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং-সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে শেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ মে ) দুপুর সাড়ে ১২ টায় শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
সভার শুরুতে পুলিশ সুপার থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা ও পুলিশি সেবার মান নিয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও স্কুলের ম্যানেজিং কমিটির সহিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
পরবর্তীতে পুলিশ সুপার তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সাথে কথা বলতে পেরে আমি আনন্দিত। তোমরা দেশের ভবিষ্যৎ, তোমাদের হাত ধরেই গড়ে উঠবে একটি সুন্দর ও নিরাপদ সমাজ। কিন্তু আমাদের সমাজের কিছু অন্ধকার দিক তোমাদের স্বাভাবিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে উল্লেখিত অপরাধ সহ ইভটিজিং ও কিশোর গ্যাং- প্রতিটি বিষয় আমাদের সমাজের জন্য হুমকি। মাদকের ভয়াল থাবায় কত মেধাবী শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ হারিয়ে ফেলছে। পুলিশ প্রশাসন সবসময় তোমাদের পাশে আছে। আমরা এই সকল অপরাধ নির্মূলে বদ্ধপরিকর। কিন্তু আমাদের একার পক্ষে এই লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়।
তিনি, আরো বলেন মনে রাখবে, সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ। তোমরা যদি সকলে মিলে এই সকল অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তাহলে একটি সুন্দর, নিরাপদ এবং অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে।
যদি কোথাও কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে বা হুমকির সম্মুখীন হলে, তাহলে সাথে সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা থানার অফিসার ইনচার্জ এর নম্বরে ফোন করে জানানোর আহবান করেন তিনি।
পড়াশোনার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্যদেরকেও উৎসাহিত করার আহবান জানান।
সভায় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম-সহ অত্র স্কুলের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, সম্মানিত শিক্ষকমন্ডলী ও স্কুলের ম্যানেজিং কমিটি'র সদস্যগণ উপস্থিত ছিলেন।