শ্রাবণী আক্তার কবিতা, শেরপুর:
সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ”
এই প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে পাট পণ্যের বহুমুখী ব্যবহার, উন্নত প্রযুক্তির প্রয়োগ এবং পরিবেশবান্ধব চাষাবাদের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণে পাট চাষী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ০২ জুন সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা,জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান।
এছাড়াও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, জামালপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়াসহ জেলা প্রশাসন ও জেলা পাট অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশে জেলার ১০০ পাটচাষি অংশগ্রহণ করেন।