শেরপুর প্রতিনিধি : "উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসুন একসাথে দাঁড়ায়, দাবী আদায়ে আওয়াজ তুলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের দাবীতে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর শহরের অষ্টমীতলা থেকে খোয়ারপাড় শাপলা চত্তর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দু'পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেরপুর প্রেসক্লাবের আয়োজনে স্মরণকালের বিশাল এই মানববন্ধনে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনটি জনস্রোতের রুপ নেয়।
মানববন্ধন চলাকালে থানা মোড় চত্তরে শেরপুর প্রেসক্লাবে সভাপতি কাকন রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শেরপুর জেলাকে এগিয়ে নিতে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য সেবা, কৃষি ও শিল্প, যোগাযোগ এবং পর্যটনের বিকাশের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, মানববন্ধনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্যন মাহমুদুল হক, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম, ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এম কে মুরাদুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর আমীর হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ফারুক আহমেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, এনসিপি প্রতিনিধি লিখন মিয়া, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যনক্ষ আ জ ম রেজাউল করিম খান, মডেল গার্লস কলেজের অধ্য্ক্ষ (ভারপ্রাপ্ত) এ বি এম মামুনুর রশিদ, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডালস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি আউয়াল চৌধুরী প্রমুখ।
উক্ত মানববন্ধনে শেরপুর জেলার ৫ উপজেলার গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক শিক্ষার্থী সহ দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার নারী ও পুরুষরা ন্যায্য অধিকার আদায়ে অংশগ্রহন করেন।
উল্লেখ্য, স্বাধীনতা ৫৪ বছরেও শেরপুর জেলায় কাংখিত দৃশ্যমান তেমন উন্নয়ন না হওয়ায় শেরপুরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।