রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদীতে নিজ গৃহে ঘুমন্ত স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে
এক মানসিক ভারসাম্যহীন স্বামীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার রানী শিমুল ইউনিয়নের সীমান্ত জনপদের হাতিবর টিলাপাড়া গ্রামে ২৭ শে মে ভোরে। নিহত গৃহবধূ জোবেদা বেগম
হাতিবর টিলা পাড়া গ্রামের মৃত জাবেদ আলীর কন্যা ও সামিউল হকের স্ত্রী।
এ ঘটনায় ২৮ মে বুধবার সকালে হাতিবর টিলাপাড়া গ্রাম থেকে ঘাতক স্বামী সামিউল হক (৬২) কে গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ।
ধৃত সামিউল হক হাতিবর টিলা পাড়া গ্রামের
মৃত শহীদ উদ্দিনের ছেলে।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২৭ শে মে
ভোর সকালে নিজ ঘরে ঘুমন্ত স্ত্রী জোবেদা বেগম (৫২) ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে
তার মানসিকতার ভারসাম্যহীন স্বামী সামিউল হক।
এক পর্যায়ে আশঙ্কা জনক অবস্থায় জোবেদা কে
প্রথমে শ্রীবরদী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন । পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসারত অবস্থায় রাতেই মৃত্যু হয় জোবেদার।
শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জোবেদার স্বামী সামিউল হক কে আটক করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।