শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা বন্দরে আল-হামীম জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধণ করা হয়েছে।৩০মে শুক্রবার সকাল ১০টায় হারতা উত্তরপাড় বাজারে আল-হামীম জেনারেল হাসপাতালে ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারন সম্পাদক শিরীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা,প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আল-হামীম জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সরাফাত হোসেন। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথি বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এই প্রতিষ্ঠানটিতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা-নিরিক্ষা, ইসিজি,প্যাথলিজি,সিজার,অপারেশনসহ উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে।এরকমের একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার হওয়াতে এলাকাবাসী শতভাগ উপকৃত হবে বলে আশাবাদী।