ব্রেকিং নিউজ
Home » শেরপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার-২

শেরপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার-২

মুহাম্মদ আবু হেলাল, জেলা প্রতিনিধি : শেরপুরে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭মে) দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার প্রস্তাবিত দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করতে গত সোমবার (২৬মে) পরিদর্শনে আসেন, উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পরিদর্শন শেষে ফেরার পথে নালিতাবাড়ীর দাওধারা এলাকায় তার গাড়িবহরের পেছনে থাকা সাংবাদিকদের উপর কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালায়। এতে এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, ইন্ডিপেন্ডেন্ট টিভির মেরাজ উদ্দিন, সময় টিভির চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলামসহ ৬ জন সাংবাদিক আহত হয়।

এ ঘটনায় এখন টিভি ও বাসস এর শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে মঙ্গলবার রাতে অর্ধশত লোকের নামে থানায় অভিযোগ দায়ের করেন।

বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাতেই অভিযান চালিয়ে দাওধারা এলাকা থেকে মৃত আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) এবং কাটাবাড়ী এলাকা থেকে বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলীকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেন। আদালত গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar