Home » শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান – চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 

শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান – চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 

 

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান – চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৪ই মে রবিবার সকালে শ্রীবরদী সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের বোরো ধান – চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এসময় উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক সুচিত্রা রানী পন্ডিতের সভাপতিত্বে এতে উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও শ্রীবরদী সরকারি কলেজের সাবেক জিএস আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলসানা খাতুন, উপ – খাদ্য পরিদর্শক (এসআই) সৈয়দ আবদুল্লাহ আল-আমীন সহ খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, মিল মালিক, গণমাধ্যম কর্মী, প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।

শ্রীবরদী এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলসানা খাতুন বলেন, ২০২৫ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ৪৯ টাকা কেজী দরে ১ টি অটো ও ৮ টি হাস্কিং মিল থেকে ৫৫৫ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজী দরে ১৪৬৬ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। আগামী ৩১ শে আগস্ট এ কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar