ব্রেকিং নিউজ
Home » শ্রীবরদীতে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক

শ্রীবরদীতে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক

 

রানা, শ্রীবরদী:

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে কোরবানির পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে শেরপুরের
শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা পশুর হাট বাজার
পরিদর্শন করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শাহ শিবলী সাদিক।

২ ই জুন সোমবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী
রানী শিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা পশুর হাট বাজার পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক কুরবানির পশুর হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার সাথে হাটের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় কথা বলেন। একইসাথে তিনি, পশুর হাটের দালাল চক্র, জাল নোট প্রতিরোধ ও কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
এ সময় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি
আনোয়ার জাহিদ; পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আব্দুল লতিফ মিয়া, ভায়াডাঙ্গা পশুর হাটের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এএসআই সেলিম মিয়া, রানীশিমুল ইউনিয়নের সহকারী বিট কর্মকর্তা কামরুল তালুকদার সহ হাটের ইজারাদার, বণিক সমিতির নেতৃবৃন্দ এবং ক্রেতা-বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar