
শ্রীবরদী প্রতিনিধি :
রাষ্ট্র সংস্কারে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে শত শত নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রানীশিমুল ও তাতীহাটি ইউনিয়ন বিএনপি
ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে
৮ ই জুলাই মঙ্গলবার বিকেলে এ মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নির্যাতিত বিএনপি নেতা এবিএম শামীম কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩১ দফা বাস্তবায়নে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা যুবদলের আহবায়কও যুব সমাজের অহংকার আবু রায়হান, মো: আল বেরুনী, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান আঙ্গুর, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুর রহমান শহীদ, যুবদল নেতা আবু সাইদ দিনার, এরশাদুল আলম আরজু, হোসাইন প্রমুখ।
এসময় উপজেলা যুবদল, পৌর বিএনপি, ওলামা দল সহ তাতীহাটি ও রানীশিমুল ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।