ব্রেকিং নিউজ
Home » শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ভর্তি অটো ভ্যান আটক

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ভর্তি অটো ভ্যান আটক

রানা, শ্রীবরদী:

শেরপুরের শ্রীবরদী সীমান্তে ঈদ পরবর্তী সময়ে বিজিবির অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ৩২০ কেজী জিরা সহ একটি ব্যাটারী চালিত অটো ভ্যান আটক করা হয়েছে। ১১ ই জুন মঙ্গলবার গভীর রাতে উপজেলার সীমান্ত জনপদের বাবেলাকোনা শ্রী শ্রী কামাক্ষা মাতা মন্দির সং লগ্ন জঙ্গল থেকে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির টহল দল ভারতীয় জিরা ভর্তি অটো ভ্যানটি আটক করে।
বিজিবি সুএে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
বাবেলাকোনা মন্দির সং লগ্ন এলাকার জঙ্গল থেকে ভারতীয় জিরা ভর্তি ব্যাটারী চালিত অটো ভ্যানটি আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অটোচালক ও চোরাকারবারী দলের সদস্যরা।
আটকৃত ৩২০ কেজী জিরা ও ব্যাটারী চালিত অটো ভ্যানের মূল্য ৫ লক্ষ ৬৪ হাজার টাকা।
বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত চোরাচালাণ প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।
ঈদ পরবর্তী সময়ে সীমান্ত দিয়ে কুরবানীর পশুর চামড়া পাচার প্রতিরোধ সহ সীমান্ত এলাকায় অপরাধ নির্মূলে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar