Home » ৩১দফা বাস্তবায়নের দাবীতে ঝিনাইগাতীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩১দফা বাস্তবায়নের দাবীতে ঝিনাইগাতীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর জেলা প্রতিনিধি :

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১দফা বাস্তবায়নের দাবীতে শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে
র‍্যালী, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮জুলাই) বিকেলে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় ও আলোচনা সভার আগে
ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশাল র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালী শেষে সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সেকান্দর আলীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মান্নান।

তিনি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিগত সাড়ে ষোল বছরের দমন, নিপিড়ন গুম, হামলা ও গায়েবী মামলার নানা হৃদয়বিদারক ঘটনার কথা উল্লেখ করে
তারেক জিয়ার ঘোষিত ৩১দফা দাবী বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের আহবান করেন। সেইসাথে তিনি উপজেলা বিএনপি’র আসন্ন কমিটিতে সদস্য সচিব/পদপ্রার্থী হিসেবে উপস্থিত বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar