
শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ঈদ-উল আযহা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা গোলাম মাওলা,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন,উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন,উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,কার্য নির্বাহী সদস্য সরদার সোহেল,সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা পশুর হাট নিয়ে এবং আসন্ন ঈদ-উল আযহা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।