Home » জলঢাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ শীর্ষক সেমিনার

জলঢাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ শীর্ষক সেমিনার

 

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের আওতায় নীলফামারীর জলঢাকায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।উপজেলা সমাজসেবা অফিসের সার্বিক আয়োজনে গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক নুসরাত জাহান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা পুরবী রাণী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুল আলিম, উপ-সহকারী পাট কর্মকর্তা প্রীতম কুমার রায় ও নর সুন্দর সমিতির সভাপতি, সফিকুল ইসলাম প্রমূখ।সেমিনারে সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানানমুখী উদ্যোগ গ্রহণ করেছে। বংশ পরম্পনায় চলমান এ সব পেশাজীবীদের আরো আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আমরা সরকারের সে লক্ষ বাস্তবায়নে কাজ করছি। উক্ত সেমিনারটি সার্বিক সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার কামরুল হাসান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar