
নিজস্ব প্রতিনিধি :
আগামী ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডি থানার উদ্যোগে ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
থানা আমীর ও মহানগরী মজলিসে শূরা সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে, ঢাকা-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসীম উদ্দীন সরকার।
মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নূরনবী মানিক।
এছাড়াও মহানগরী মজলিসে শূরা সদস্য ও ধানমন্ডি জোন টিম সদস্য এডভোকেট জসিম উদ্দিন তালুকদার, মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা কর্মপরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম শাহীন, জামায়াতে ইসলামী মনোনীত ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও থানা কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধানমন্ডি থানা সভাপতি তাহমিদ হাসানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।