Home » ঝিনাইগাতীতে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম বিক্রির অপরাধে অর্থদন্ড

ঝিনাইগাতীতে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম বিক্রির অপরাধে অর্থদন্ড

 

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সদর ও পাইকুড়া বাজারে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দোকান মালিককে দুই হাজার টাকা অর্থদন্ড সহ অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আমগুলো ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৬মে) বিকেলে এই অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল।

জানা গোছে, গেলো বেশ কিছুদিন যাবৎ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম এনে ঝিনাইগাতী সদর ও পাইকুড়া বাজারে মুল্য তালিকা প্রদর্শণ না করে উচ্চমূল্যে বিক্রি করে অধিক মুনাফা করছে ব্যবসায়ীরা। যাহা স্বাস্থ্যের জন্যে মারাক্তক হুমকি ও ক্ষতিকর। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল সরেজমিনে তদন্তে গিয়ে এর সত্যতা পান। সেইপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধি মোতাবেক দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা অর্থদন্ডসহ অপরিপক্ক আমগুলো ধ্বংস করা হয়। এসময় বাজারের ইজারাদার, থানা পুলিশ ও বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সামান্য অর্থদন্ডের মাধ্যমে প্রাথমিক ভাবে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম বিক্রেতাদের সতর্ক করা হলো। ভবিষ্যতে এমন কাজের সাথে লিপ্ত থাকলে জনস্বার্থে ও জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বড় দন্ড প্রদান করা হবে। এছাড়া এধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar