
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আজিজুর রহমান আকাশ (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০মে) রাত ৯টার দিকে রাংটিয়া রেঞ্জের গজনী বিটের দরবেশতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আজিজুর রহমান আকাশ উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও দরবেশতলা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, দিনমজুর আজিজুর রহমান আকাশ স্থানীয় নকশী বাজার থেকে নিজ বাড়ীর উদ্দেশে রওনা দেয়। তিনি গজনী বিটের দরবেশতলায় পৌঁছিলে জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন মশাল নিয়ে দৌড়ে এলে হাতির দল সরে পড়ে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান এবং থানা পুলিশ হাসপাতালে এসে নিহতের খোঁজ নেয়া সহ নিহতের পরিবারকে সমবেদনা জানান।
উল্লেখ্য, গত কয়েক দিন যাবৎ বন্যহাতির একটি দল গজনী বিট এলাকায় অবস্থান করছে। ইতিমধ্যে সোমবার রাতে গজনী বিটের দুটি বাংলোতে, কয়েকটি বাড়ী ঘরে এবং একটি মন্দিরে হামলা করে ক্ষতিগ্রস্ত করে।