
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর জেলা প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে, ৩১দফা দাবী বাস্তবায়ন এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক, তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯জুলাই) বিকেলে উপজেলার সদর বাজারের ধানহাটিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রায় ১০হাজার নেতাকর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ইউপি চেয়ারম্যান ও কাংশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
বিএনপি নেতা সারোয়ার বাহাদুর লাল,
উপজেলা উলামা দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মঞ্জুরুল হক, সাবেক ছাত্র নেতা জহুরুল হক জনি, উপজেলা কৃষক দলের সভাপতি সোলতান আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক হাসিন আরমান মাসুদ, ধানশাইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি খাইরুল ইসলাম, হাতিবান্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আল মামুন, ব্যবসায়ী লুৎফর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদ ও ৩১দফা দাবী বাস্তবায়নে উপস্থিত সকলকে আহবান করেন। সেইসাথে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করেন।