Home » ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বোর ধান কর্তনের উদ্বোধন

ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বোর ধান কর্তনের উদ্বোধন

 

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২০২৫ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর শষ্য কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে। ১২ মে সোমবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান।

এসময় উপসহকারি কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, খন্দকার মঞ্জুরুল হক, রবিউল আলম, নুর আলম, আব্দুল্লাহ আল মামুন সহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবছর উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে বিভিন্ন কৃষকের ৫০একর জমিতে অল্প খরচ ও অধিক লাভের প্রত্যাশা নিয়ে সমলয় পদ্ধতিতে বোরো ধান রোপণের পর তা কর্তন করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন জানান, সমলয পদ্ধতিতে বোরো ধান রোপন ও কর্তনে কৃষকরা সবদিক থেকে লাভবান হচ্ছেন। কেননা একসাথে অনেক জমিতে চাষাবাদ, সেচ সুবিধা সহ কর্তন করা যায়। এতে সনাতন পদ্ধতির চেয়ে খরচ কম হওয়ায় কৃষকরা লাভবান হন বেশী।

এ বিষযে স্থানীয় কৃষকরা জানান, যান্ত্রিকরণের মাধ্যমে বোরো ধান রোপণ ও কর্তনের মাধ্যমে অধিক লাভবান হওয়ায আগামীতে আরো বেশী জমিতে এই পদ্ধতিতে আবাদ করবে বলেও জানান তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar