Home » “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান

“ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান

 

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীর স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫)কে একটি অটোরিক্সা প্রদান করা হয়েছে।
বুধবার (১৬জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সন্মুখে প্রতিবন্ধীকে এই অটোরিক্সাটি প্রদান করা হয়। প্রতিবন্ধী রফিকুল উপজেলার ঘাগড়া ইউনিয়নের কবিরাজ পাড়া গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল আনুষ্ঠানিক ভাবে প্রতিবন্ধী রফিকুল ইসলামের হাতে অটোরিক্সাটির চাবি হস্তান্তর করেন।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হক সানি, খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুজন খান, গোল্ডেন কো-অপারেটিভ এর প্রতিনিধি মামুন মিয়া, ডোনেট ২০টাকা হাসিব আল তুহিন, ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিনিধি জাহিদুল হক মনির, ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের প্রতিনিধি আতিকুর রহমান খাঁন, ঝিনাইগাতী হেল্পলাইন এর প্রতিনিধি মোরাদ হোসেন (চাঁন), আলোর সন্ধানে (আসঝি) সংগঠনের প্রতিনিধি আশিকুর রহমান আশিক, বিউটি অব ঝিনাইগাতীর প্রতিনিধি নিবির আল দীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রতিবন্ধী রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই জীবিকা নির্বাহ করে আসছেন। তার একমাত্র উপার্জনের মাধ্যম ছিল প্যাডেল রিক্সা। বর্তমান ডিজিটাল যুগে
প্যাডেল চালিত ওই রিক্সার আয় দিয়ে তার চার সদস্যের পরিবারের খরচ বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এমতাবস্থায় রফিকুলের এই মানবেতর জীবনযাপন দেখে পাশে দাঁড়ায় ঝিনাইগাতীর স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু” এর প্রতিনিধি সেচ্ছাসেবী আতিকুর রহমান খাঁন ও তার সহযোগী সিয়াম আহমেদ, হুমায়ুন কবির, রাকিব হাসান সহ অন্যান্যরা।

এ বিষয়ে আয়োজকরা জানান, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা রফিকুল ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। তার মতো অনেক অসহায় মানুষকে সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য।”

অটোরিক্সাটি পেয়ে আবেগাপ্লুত রফিকুল ইসলাম জানান, “এই উপহার আমার জীবনের বড় পাওয়া। এখন থেকে আয়-রোজগার করে পরিবারকে ভালোভাবে চালাতে পারবো। যারা পাশে দাঁড়িয়েছেন তাদের জন্য দোয়া করি।

স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু” এর এমন মহতি উদ্যোগকে স্বাগত জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar