
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং নকলা ইউনিয়ন শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. নবী হোসেন-কে সভাপতি ও রেজাউল হাসান সাফিত-কে সেক্রেটারি পদে এক বছর মেয়াদে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়।
কমিটি গঠন উপলক্ষে, সোমবার (৫ মে) রাতে ইউনিয়নের ডোবারপাড় জামে মসজিদ প্রাঙ্গনে সাবেক সভাপতি মাওলানা হুমায়ূন-এর সভাপতিত্বে এক সাধারণ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়তের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে পৌর কমিটির সভাপতি মাওলানা শাহ আলম শাহজাহান ও ইসলামি ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি নুর হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক প্রচার সম্পাদক হাফেজ আল আমিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।