Home » নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ২৬০ বোতল ভারতীয় মদ জব্দ

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ২৬০ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুর প্রতিনিধি: নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে পিকআপ সহ ২৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। ১১ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৭ টায় র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল নালিতাবাড়ীর পশ্চিম চাঁদগাও গ্রামের কাঁচা রাস্তার জনৈক মোঃ মোফাজ্জাল হোসেন এর ভূসি দোকানের সামনে পিকআপ ভ্যানটি রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনগনের উপস্থিতিতে পিকআপ ভ্যানে তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশী মদ উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, অপহৃত ভিকটিম উদ্ধার এবং অপহরণ চক্র সনাক্ত, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও মাদক উদ্ধারসহ মাদক কারবারিকে গ্রেফতারে র‌্যাব বরাবরই প্রশংসনীয় কাজ করে থাকে।

জামালপুর র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে পিকআপযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার পশ্চিম চাঁদগাও এলাকায় তিনানি টু নন্নিগামী পাকা রাস্তায় পশ্চিম পার্শ্বে পৌছালে মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা পিকআপ নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু র‌্যাবের টহল গাড়ি পিকআপ ভ্যানের পিছনে ধাওয়া করে এবং পিকআপটি পশ্চিম চাঁদগাও গ্রামের কাঁচা রাস্তার জনৈক মোঃ মোফাজ্জাল হোসেন এর ভূসি দোকানের সামনে পিকআপ ভ্যানটি রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনগনের উপস্থিতিতে পিকআপ ভ্যানে তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশী মদ উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২,৭২,০০০/-(বার লক্ষ বাহাত্তর হাজার) টাকা।

পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত নালিতাবাড়ী থানায় হস্তান্তর র্কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

পলাতক মাদক কারবারিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar