Home » নাসার সিস্টেমে ত্রুটি শনাক্ত করে আলোড়ন সৃষ্টি করলেন শেরপুরের শোভন

নাসার সিস্টেমে ত্রুটি শনাক্ত করে আলোড়ন সৃষ্টি করলেন শেরপুরের শোভন

.
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী প্রতিনিধি : মাত্র ১৭ বছর বয়সেই মার্কিন মহাকাশ সংস্থা নাসার (NASA) সিস্টেমে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করে বিশ্বজুড়ে প্রযুক্তি জগতে আলোড়ন সৃষ্টি করলেন শেরপুরের শাহিয়ার শানাজ শোভন। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরের এই কৃতি সন্তান বর্তমানে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ সাইবারজায়াতে তথ্যপ্রযুক্তিতে ডিপ্লোমা অধ্যয়ন করছেন। তার বাবা আনিছুর রহমান পেশায় একজন কাঠ ব্যবসায়ী। দুই ভাই এক বোনের মধ্যে শোভন দ্বিতীয়।

জানা গেছে, শোভন ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। এরপর
মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ সাইবারজায়াতে তথ্যপ্রযুক্তিতে ডিপ্লোমা করতে পাড়ি জমান মালয়েশিয়াতে।

শোভন তাঁর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তাঁর এই কাজের স্বীকৃতিস্বরূপ নাসার পক্ষ থেকে একটি স্বীকৃতি চিঠি পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “নাসার মতো একটি প্রতিষ্ঠানের ভুল ধরতে পারা আমার জন্য অনেক গর্বের।”

শুধু নাসাই নয়, মেটা, গুগল, সনির মতো বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্টদের সিস্টেমেও নিরাপত্তা ত্রুটি (bug) খুঁজে বের করেছেন শোভন। অনলাইনে তিনি ‘shuvonsec’ নামে পরিচিত, যেখানে তিনি নিয়মিত সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয় শেয়ার করে থাকেন।

শোভনের এই অসাধারণ অর্জনে শেরপুরের তরুণ সমাজের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এই তরুণের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সবাই।

তাঁর এই সাফল্যের জন্য বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন শাহিয়ার শানাজ শোভন। তিনি ভবিষ্যতে আরো বড়কিছু করে বাংলাদেশকে বিশ্বের দরবারে সন্মানিত করতে সদা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে শাহিয়ার শানাজ শোভনের বাবা আনিছুর রহমান জানান, নানা প্রতিবন্ধকতার কারণে আমি তেমন লেখাপড়া করতে পারিনি। লেখাপড়ার যে কি মূল্য তা আমি বুঝেও ছেলেকে বিদেশে পাঠিয়েছি সর্বোচ্চভাবে পড়াশোনা করতে। আমি চাই, আমার ছেলে শোভন সুশিক্ষায় শিক্ষা অর্জন করে দেশ ও জাতির মঙ্গলে আত্মনিয়োগ করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar