
রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ১২ই মে সোমবার গভীর রাতে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও বেশ কয়েকটি চিহ্নিত মাদক স্পটে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
যৌথ টহলের নেতৃত্বে ছিলেন শ্রীবরদী সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মুনতাসির মহিউদ্দিন শান্ত।
এসময় সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার
মো: সাবেরুল ও ওলিউল, শ্রীবরদী থানার এএসআই সেলিম মিয়া সহ সেনাবাহিনীর সদস্য ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।