
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পৃথক স্থান থেকে ভারতীয় ১লাখ পিস জিলেট ব্লেড ও ৩১৯২পিস কাবেরী মেহেদী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯বিজিবি’র রামচন্দ্রকুড়া ও গোবরাকুড়া বিওপি। রবিবার (২৭জুলাই) ও শনিবার (২৬জুলাই) পৃথক পৃথক স্থান থেকে এসব পণ্য জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির সুত্রে জানা গেছে, রামচন্দ্রকুড়া
বিওপি এবং গোবরাকুড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় জিলেট ব্লেড ও কাবেরী মেহেদী পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী উপজেলার পানিহাটা এলাকা থেকে ১লাখ পিস জিলেট ব্লেড জব্দ করে। যার সিজার মুল্য ৫লাখ টাকা এবং ২৬ জুলাই গোবরাকুড়া বিওপির টহল দল ৩১৯২ পিস ভারতীয় কাবেরী মেহেদী জব্দ করে। যার সিজার মুল্য ৭৯হাজার ৮শত টাকা। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে বিজিবি দায়িত্ব পালন করে আসছে বলেও জানান, ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।