Home » শেরপুরে এক কৃষকের মরদেহ উদ্ধার

শেরপুরে এক কৃষকের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাড়া গ্রামে একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ফজলুল হক(৪৫) নামে এক

কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪মে) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক ফজলুল হক একই এলাকার মৃত সমেশ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, ফজলুল হক শনিবার রাতে বাড়ী থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। আজ রবিবার সকালে বাড়ির পাশে একটি মেহগনি গাছে তার ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ও এসআই নজরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, নিহতের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে তলপেটে, হাঁটুতে এবং পুরুষাঙ্গে জখমের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টিকে হত্যা বলেই সন্দেহ করছে। ইতোমধ্যে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar