ব্রেকিং নিউজ
Home » শেরপুরে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন পুলিশ সুপার আমিনুল ইসলাম

শেরপুরে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন পুলিশ সুপার আমিনুল ইসলাম

শ্রাবণী আক্তার কবিতা, শেরপুর :

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে গড়ে উঠা কোরবানির পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পশু ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে হাট পরিদর্শন করা হয়েছে।

সোমবার (০২ জুন) বিকেলে ৪ সদর উপজেলার কামারের চর কোরবানির পশুর হাট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

পরিদর্শনকালে কুরবানির পশুর হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার সাথে হাটের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় কথা বলেন। একইসাথে তিনি, পশুর হাটের দালাল চক্র, জাল নোট প্রতিরোধ ও কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

পরিদর্শনকালে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাট পরিচালনা কমিটির সদস্য এবং ক্রেতা-বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar