Home » শেরপুরে দুই মাদকসেবীকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড!

শেরপুরে দুই মাদকসেবীকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড!

 

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরে মাদক জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহনের অপরাধে ফকির বাদশা(২২) ও তমাল(৩০) নামে দুই যুবকের প্রত্যেককে ২বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০জুলাই) দুপুরে জেলার সদর উপজেলার শেখহাটি মহল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক মাদকবিরোধী অভিযানে এই দন্ডাদেশ প্রদান করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শেরপুর পৌরসভার শেখহাটি মহল্লার মো. আফিল উদ্দিনের ছেলে মো. ফকির বাদশা ও নারায়ণপুর মহল্লার মৃত লোটন এর ছেলে মো. তমাল (৩০)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেখহাটি এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে করে। এসময় শেখহাটির ফকির বাদশা বাড়ি সংলগ্ন এলাকায় বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহনের সময় হাতেনাতে মো. ফকির বাদশা ও মো. তমালকে হাতেনাতে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দন্ডাদেশ প্রদান করেন।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদানকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar