
শেরপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুরে বাস মিনিবাস মালিক সমিতির সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ৩০ মে শুক্রবার রাতে বাসস্ট্যান্ডস্থ মালিক সমিতির কার্যালয়ে সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাস মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব কুমার ঘোষের সঞ্চালনায় ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, বাদশা চৌধুরী, সাইদুর তালুকদার সহ আরো অনেকে।
জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও বাস মিনিবাস মালিক সমিতির নিজস্ব তহবিল থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ শত ৫৫ জন সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ৭ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।