ব্রেকিং নিউজ
Home » শেরপুরে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

শেরপুরে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

 

শেরপুর প্রতিনিধি: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি মন্ত্রনালয়ের ভূমি সংষ্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে র‌্যালি শেষে ৩ দিন ব্যাপি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় উপস্থিত, পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ।

এসময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ভূমি সেবা জনগণের মাঝে সর্বোচ্চ সেবা দিতে হবে, যাতে আগের মত দৌড়াদৌড়ি করতে না হয়, এখন ডিজিটাল যুগে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে হবে। কোন প্রকার দুর্নীতি ও অনিয়ম করা যাবে না।
এছাড়াও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি বলেন, বর্তমানে গ্রাহকরা আগের তুলনায় অনেক সুবিধা পাচ্ছেন, গ্রাহকের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে, মেলার মাধ্যমে গ্রাহকরা অনেক ভূমি সেবার বিষয়ে শিখতে ও জানতে পারবেন। বর্তমানে দালালদের স্থান নেই অল্প খরচে ভূমি সেবা নিতে পারবেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ ভূমি মেলা চলবে। আগামী ২৭ মে শেষ হবে মেলা। এই মেলা উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ভূমি সেবা স্টল বসানো হয়েছে। উপজেলার সেবা প্রত্যাশী ব্যক্তিরা ওই স্টল গুলো থেকে ভূমি সক্রান্ত যে কোন সেবা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar