ব্রেকিং নিউজ
Home » শেরপুরে রেমন্ড শপে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

শেরপুরে রেমন্ড শপে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

কবিতা আক্তার, শেরপুর : শেরপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রেমন্ড শপে ১ হাজার টাকার যেকোন পণ্য ক্রয় করে ক্রেতারা পাচ্ছেন ১টি ফ্রিজ সহ ৫ টি আকর্ষনীয় পুরুষ্কার।

র‍্যাফেল ড্র-তে থাকছে ১ম পুরুষ্কার ১টি ফ্রিজ, ২য় পুরুষ্কার কমপ্লিট সুট ফ্রেবিক্স, ৩য় পুরুষ্কার পাঞ্জাবি – পায়জামা সেট, ৪র্থ পুরুষ্কার শার্ট- প্যান্ট সেট, ৫ম পুরুষ্কার শার্ট- প্যান্ট সেট।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে শেরপুর শহরের শহীদ বুলবুল সড়কস্থ রেমন্ড শপে একটি ফ্রিজসহ ৫টি আকর্ষনীয় পুরুষ্কারের র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, শহীদ বুলবুল সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান বাদল, সাধারণ সম্পাদক আব্দুল হাই, গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মাশুকুর রহমান, বর্ণালী শপিং সেন্টারের সত্বতাধীকারী বীরমুক্তিযোদ্ধা মো: ফরিদুর রহমান, জেলা বস্ত্র মালিক সমিতির কোষাধ্যক্ষ আলহাজ্ব ফরিদ জোয়াদ্দার সহ আরো অনেকে।

র‍্যাফেল ড্র-তে বিজয়ীরা হলেন, ১ম পুরুষ্কার ১টি ফ্রিজ (কুপন নাম্বার ১০৭২), ২য় পুরস্কার কমপ্লিট সুট ফ্রেবিক্স (কুপন নাম্বার ১০৮১), ৩য় পুরুষ্কার পাঞ্জাবি – পায়জামা সেট ( কুপন নাম্বার ৭৩৪), ৪র্থ পুরুষ্কার শার্ট- প্যান্ট সেট ( কুপন নাম্বার ১০৭৪), ৫ম পুরুষ্কার শার্ট- প্যান্ট সেট (কুপন নাম্বার ৬৭৪)।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar