Home » শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

 

শেরপুর প্রতিনিধি: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ১৩ জুলাই রবিবার দুপুরে ডিসি উদ্যান চত্বরে ওই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি গাছ লাগিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সুন্দর, উন্নত ও সবুজ শেরপুর নির্মাণে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান।

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদি হাসান, শেরপুর সেনাক্যাম্পের দায়িত্বে থাকা মেজর মো. আল-আমিন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, শেরপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন এবং মেলাপ্রাঙ্গণ পরিদর্শন করেন। এরপর বৃক্ষমেলা উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠনের সদস্যগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বৃক্ষমেলায় ৫০টি স্টল বসেছে। ডিসি উদ্যান চত্বরে ১৩ জুলাই থেকে আগামী ১৯ জুলাই পর্যন্ত মেলা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar