ব্রেকিং নিউজ
Home » শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে রোজ বুধবার শেরপুর জেলার শিশু একাডেমিতে জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ক-গ্রুপে অনুর্ধ্ব ৮ বছরের, খ-গ্রুপে ৮ থেকে অনুর্ধ্ব ১২ বছরের, গ-গ্রুপে ১২ থেকে অনুর্ধ্ব ১৬ বছরের এবং ঘ-গ্রুপে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোররা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয় ছিল প্রকৃতি ও পরিবেশ। শিশু কিশোররা সৃজনশীল চিত্রাংকনের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আক্তার। এছাড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাসসহ অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ।

প্রতিযোগিতায় ক-গ্রুপে প্রথম স্থান অধিকার করেন পুলিশ লাইন্স একাডেমির ফাতিমা তাবাসুম, দ্বিতৃীয় স্থান অধিকার করেন শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বা সেন ও তৃতীয় স্থান অধিকার করেন আইডিয়াল ইসকুলের রুদ্র দাস।

খ-গ্রুপে প্রথম স্থান অধিকার করেন বাগরাকসা চন্দ্রকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদিবা মাহমুদ অহনা, দ্বিতৃীয় স্থান অধিকার করেন পুলিশ লাইন্স একাডেমির সোমনাথ সাহা প্রণব ও তৃতীয় স্থান অধিকার করেন নবারুণ পাবলিক স্কুলের আফিয়া আহনাফ আভা। গ-গ্রুপে প্রথম স্থান অধিকার করেন শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাবিহা জাইমা ইথার, দ্বিতৃীয় স্থান অধিকার করেন শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রুপা মালাকার ও তৃতীয় স্থান অধিকার করেন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সাদিক আল মাহি। বিশেষ চাহিদা সম্পন্ন গ্রুপে প্রথম স্থান অধিকার করেন সূর্যদী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোয়াদ বিন সরোয়ার, দ্বিতৃীয় স্থান অধিকার করেন শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের রুজিনা খাতুন ও তৃতীয় স্থান অধিকার করেন শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের যাহরা।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, আগামী ৫ জুন ২০২৫ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar