ব্রেকিং নিউজ
Home » নালিতাবাড়ীতে বন্যহাতি’র পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

নালিতাবাড়ীতে বন্যহাতি’র পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

মুহাম্মদ আবু হেলাল, জেলা প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ছুরতন নেছা(৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯মে) দিবাগত গভীর রাতে উপজেলার বাতকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বন্যহাতির একটি দল খাবার সন্ধানে লোকালয়ে এসে হানা দেয়। এদিকে রাত দুইটার দিকে ঘুমন্তবস্থায় ছুরতন নেছার ঘরে হানা দিয়ে শুড়দিয়ে পেঁচিয়ে ঘর থেকে বের করে আঙ্গিনায় ফেলে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে নির্মমভাবে হত্যা করে। নিহত বৃদ্ধা একই এলাকার মৃত রঙ্গু শেখের স্ত্রী।

বন বিভাগ জানায়, সম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর আগে বুধবার (২৮মে)
রাতে মধুটিলা ইকোপার্কের কেন্টিনে হানা দিয়ে কেন্টিন বিধ্বস্ত করে ও ভিতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে। এমনকি বিভিন্ন ধরণের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে।

অপরদিকে গত ২০মে রাতে ঝিনাইগাতীর সীমান্তের বড় গজনী ও দরবেশ তলায় হাতির পায়ে পিষ্ট হয়ে দুইজন মৃত্যুবরণ করেন।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, রাতভর বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইআরটি সদস্য ও বন বিভাগের লোকজনও ঘর থেকে বেরুতে না পারায় এই নির্মম দূর্ঘটনাটি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar