
বকশিগঞ্জের কোটি টাকার আশ্রয়ন প্রকল্প এখন গোচারণ ভূমি।
বকশিগঞ্জের কোটি টাকার আশ্রয়ন প্রকল্প এখন গোচারণ ভূমি। সরকারের কোটি টাকা খরচে নির্মিত আশ্রয় প্রকল্পে ৬ বছরেও গড়ে উঠেনি মানুষের বসতি । পড়ে পড়ে নষ্ট হচ্ছে আশ্রয় প্রকল্পের ঘরগুলো। টিউবওয়েল টয়লেট বিকল হয়েছে অনেক আগেই। আদৌ লাগেনি বিদ্যুৎতের ছূয়া। সব মিলিয়ে বসবাসের অনুপযোগী কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই আশ্রয়ণ প্রকল্পটি। সরজমিনে গিয়ে দেখা গেছে…