
শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু
শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে মৎস্য প্রজেক্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিজল হক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (০৪ মে) উপজেলার সিংগবরুণা ইউনিয়নের মাধববুর-মুরগাচুরা গ্রামে ঐ ঘটনা ঘটে। নিহত শহিজল হক একই গ্রামের মৃত হাজী অছিমদ্দিনের ছেলে। পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, রবিবার সকালে শহিজল হক নামের এক বৃদ্ধ উকিল…