Home » জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩ নং আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ মিল্টনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বরিবার (১৮ মে) বেলা ১১ টায় পরিষদ চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন। আয়মারসুপুর ইউনিয়নবাসী আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু মাস্টার। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল হুদা, উপজেলা কৃষকদলের আহবায়ক রাহিদ হোসেন ও আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন।

এ সময় বক্তারা বলেন, মামুনুর রশিদ মিল্টন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের জয়পুরহাট পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ও পলাতক ফ্যাসিস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুনি, গণহত্যাকারী শেখ হাসিনার দোসর এবং জয়পুরহাট- ২ আসনের অবৈধ সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের একান্ত আস্থাভাজন হিসাবে পরিচিত।

বক্তারা আরো বলেন, ইউপি চেয়ারম্যান মিল্টন একজন দূর্নীতিবাজ ও ভোট চোর চেয়ারম্যান। তিনি গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর হতে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় পরিষদের সব কার্যক্রম স্থবিরতা সৃষ্টি হয়েছে। দূর্ভোগ পোহাতে হচ্ছে সেবা গ্রহিতাদের। একারনে দ্রুত তাকে অপসারণ করে প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান তারা। সভার পূর্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar