
শেরপুর প্রতিনিধি: ঝিনাইগাতী বাজারের সার ব্যবসায়ী মুক্তারুল ইসলাম মুক্তা মারা গেছেন। ১৪ মে বুধবার বিকাল ৫ টায় শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এর আগে অসুস্থ হয়ে সকাল ৯ টায় শেরপুর সদর হাসপাতালে ভর্তি হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরহুমের জানাযা নামাজ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় নিজবাড়ি হাতিবান্ধার ঘাগড়া কামার পাড়া জামে মসজিদ সংলগ্ন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মরহুম মুক্তারুল ইসলাম মুক্তা ঝিনাইগাতী উপজেলার ৬ নং হাতীবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সেকান্দর আলীর ৫ম পুত্র, ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জমশেদ আলী চেয়ারম্যান এর ভাতিজা এবং হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ছাইদুল হক মাষ্টার এর ছোট ভাই।
এছাড়াও তিনি ঘাগড়া কামার পাড়া দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব সহ বিভিন্ন সামাজিক কাজে দায়িত্ব পালন করেছেন। ব্যাক্তিগত জীবনে তিনি দুই কন্যার জনক ছিলেন। বড় মেয়ে একটি প্রাইভেট মেডিক্যাল কলেজে অধ্যয়নরত এবং ছোট মেয়ে অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে এবং তার স্ত্রী ঘাগড়া কামার পাড়া দাখিল মাদ্রাসায় কম্পিউটার বিষয়ে শিক্ষকতা করছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।