
শরিফা বেগম শিউলী, রংপুর :
সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও অধিকার সম্বলিত ২১ দফা দাবী অবিলম্বে বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
রোববার ১১মে বেলা ১২টায় রংপুর পাবলিক লাইব্রেরীর সাহিত্য পরিষৎ হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগ, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ ও রংপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
জাতীয় সাংবাদিক সংস্থা রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক আশরাফ খান কিরণ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব মোঃ সাজাদুর রহমান সাজু ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী দপ্তর সচিব শিপন আলী।
মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন ১৯৮২ সাল থেকে জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও অধিকার সম্বলিত ২১ দফা দাবী বাস্তবায়নে দেশব্যাপী সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখে সরকারকে দাবী জানিয়ে আসছে। জাতীয় সাংবাদিক সংস্থা সরকারের দালালি করে না বলেই দেশ ছেড়ে পালাতে হয়নি। দেশের মাটিতে থেকে ৪৪ বছর সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। রংপুর বিভাগের ৮ জেলার সমন্বয়ে আগামী ২০জুন রংপুরে বিভাগীয় সম্মেলনে সফল করতে রংপুর মহানগর, জেলা, উপজেলা,মেট্রোপলিটন থানার সকল সাংবাদিক সহ গনমাধ্যমকর্মীদের রংপুর মহানগর, জেলা, উপজেলা,মেট্রোপলিটন থানা কমিটি দ্রুত গঠনের কাজ সম্পন্নের আহবান জানান।
এর আগে রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব মোঃ তারেক বাপ্পীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুর রহমান, এস এম জাকির হুসাইন, শরীফা বেগম শিউলী, মোঃ নুরুজ্জামান, মোঃ নূর ই রাব্বী, রাকিবুল ইসলাম পরাগ, সৈয়দা কনক শিল্পী আসাদুজ্জামান রিপন,এরশাদুল হক খন্দকার লিটন,শাহাবুদ্দিন আহমেদ মুরাদ, জাকির হোসেন সুজন,নাসরিন বেগম নাজ,সাইফুল ইসলাম,বেলায়েত হোসেন বাবু,আব্দুল মাবুদ, মিজানুর রহমান,আহসান হাবিব, কামরুল ইসলাম, জেনিফা ইয়াসমীন,আরিফুল ইসলাম, সেলিম মাহমুদ,হাবিবুর রহমান,মানিক মিয়া, ওলিয়ার রহমান, শাহ্ শামসুদ্দোহা মানিক মিয়া, আবু নাসের সিদ্দিক তুহিন,বিপ্লব মিয়া, নুর জামাল হক,তাহমিদ আনোয়ার দিগন্ত, মেরাজুল ইসলাম, আনছার আলী, সুজাউদ্দিন সরকার,শাহাদাৎ হোসেন, রাহিদুল ইসলাম।