ব্রেকিং নিউজ
Home » শেরপুরে শাহ কামাল (র)মাজারের ঈদগাহ মাঠ ও মসজিদ সংস্কারের ভিত্তি স্থাপন

শেরপুরে শাহ কামাল (র)মাজারের ঈদগাহ মাঠ ও মসজিদ সংস্কারের ভিত্তি স্থাপন

 

কবিতা আক্তার, শেরপুর :

শেরপুর পৌর শহরের কসবা এলাকায় অবস্থিত হযরত শাহ কামাল (র) মাজারের ঈদগাহ মাঠ ও মসজিদ সংস্কারের ভিত্তি স্থাপন করা হয়েছে ৷ ২জুন (সোমবার) বিকেল ৪ টায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের দাবিতে মাজার সংলগ্ন ঈদগাহ মাঠ ও পুরাতন মসজিদের সংস্কারের ভিত্তি স্থাপন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ৷

ভিত্তি স্থাপন শেষে মাজার চত্বরের পাশে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরি৷

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক মোহাম্মদ রাজীব -উল- আহসান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা,জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আঃ বাতেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম, মাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এটিএম আমির হোসেন, বর্তমান সদস্য আব্দুল্লাহ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমানসহ ,স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ ৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar