
শেরপুর প্রতিনিধি: “ঈদ আনন্দে হাসবে সবাই, ঈদ হবে আরও আনন্দময়” এ স্লোগানে শেরপুরে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ জুন শুক্রবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঠিকানা সমাজসেবা সংস্থার আয়োজনে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এসময় গ্রামের প্রায় শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়।
ঠিকানা সমাজসেবা সংস্থার সভাপতি মো. শাহীন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠিকানা সমাজসেবা সংস্থার উপদেষ্টা মো. নুরুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুর রহিম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন বাবুল, মো. ফজলুল হক, সদস্য মো. এলাহিদুজ্জামান, দুলাল মাহমুদ, মাহমুদুন্নবী মোরাদ, সোহেল রানা, লিয়াকত হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
ঠিকানা সমাজসেবা সংস্থার সভাপতি জানান, আমরা আমাদের সংস্থা থেকে প্রতিবছর হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে শাড়ি কাপড় লুঙ্গি বিতরণ করে থাকি। এছাড়া বৃক্ষরোপণ, দুর্যোগ মোকাবেলায় ত্রান সামগ্রী বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান, সমাজের রাস্তাঘাট সংস্কার সহ নানান সামাজিক কর্মকাণ্ড চলমান রয়েছে।