Home » শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত

শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে

ধান কাটতে গিয়ে বজ্রপাতে খবির উদ্দিন (৪৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন সকুল (২০)নামে আরেক কৃষিশ্রমিক।
রবিবার (১১মে) সন্ধ্যায় উপজেলার আন্ধারুপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতের বাড়ী উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের বাসিন্দা।

নিহত ও আহতের স্বজনদের সুত্রে জানাগেছে, উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের কৃষিশ্রমিক খবির উদ্দিন ও সজমুল মিয়াসহ কয়েকজন মিলে আন্ধারুপাড়া গ্রামে জনৈক সারোয়ার হোসেনের বোরোধান কাটছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে খবির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন সঙ্গে থাকা অপর কৃষিশ্রমিক সকুল মিয়া। পরে তাদেরকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খবির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar