ব্রেকিং নিউজ
Home » শেরপুরের সীমান্তে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার -১১

শেরপুরের সীমান্তে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার -১১

 

মুহাম্মদ আবু হেলাল, জেলা প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে নারী ও শিশুসহ ১১জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১জুন) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের ছন্দার মোল্যার ছেলে আবুল কালাম (৩৪), মৃত মিন্টু শেখের মেয়ে আলপনা খানম (২৩), চরদীগলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩৫), ইমরান শেখের স্ত্রী রোকেয়া বেগম (২৭), পুত্র লিমন শেখ (৫) ও মেয়ে সামিয়া (৫ মাস), কালিয়া উপজেলার ভোমবাগ দাউদ মোল্যার ছেলে রানা মোল্যা (২৬), রানা মোল্যার স্ত্রী নাসরিন বেগম (২৩), ছেলে ইরফান মোল্লা (৫), খুলনা জেলার দীঘলিয়া উপজেলার উত্তর চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মোছা. লিচি (৪৮), ফজর মোল্যার ছেলে রুবেল মোল্যা (২৫)।

পুলিশ জানায়, গত শনিবার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকায় নিয়মিত টহলে যায়। এসময় নারী ও শিশুসহ ১১জন বাংলাদেশী নাগরিক সীমান্তের কাছাকাছি পাহাড়ের মধ্যে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিলো। সীমান্ত এলাকায় ঘুরাঘুরির কারণ জানতে চাইলে তারা পাহাড় দেখতে এসেছে বলে জানায়। তাদের কথাবার্তা সন্দেহজনক হলে বিজিবি’র সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, কাজের সন্ধানে কয়েক বছর আগে পাসপোর্ট ব্যতিত বাংলাদেশ থেকে
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ যায়। কর্ম শেষে পুনরায় অবৈধ পথেই দেশে ফিরে আসছিলেন তাঁরা। পরে তাদেরকে গ্রেফতার করে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে দুইটি মুঠোফোন ও বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শনিবার রাতে একটি মামলা করেছে বিজিবি। পরে রবিবার (১জুন) দুপুরে আসামীদের শেরপুর আদালতে সোর্পদ করা হলে আদালত তাদেরকে জেলহাতজে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar