
শেরপুরে জেল পলাতক,অস্ত্র ও ডাকাতি মামলার আসামী গ্রেফতার
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে অস্ত্র ও ডাকাতিসহ ৪মামলার জেল পলাতক হাজতী বিপ্লব সাংমা(৩৭)’কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২০মে) দিবাগত রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গত বছরের ৫আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে ৫১৮জন হাজতী ও কয়েদীদেরকে পলায়ন…